গু’\লি’\বি’\দ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: জানালেন স্বাস্থ্য ডিজি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বিজয়নগরে অজ্ঞাত হামলাকারীর গু’\লি’\তে গু’\লি’\বি’\দ্ধ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (Mohammad Abu Zafar) (মো. আবু জাফর)। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ তথ্য দেন।

গুরুতর আঘাতপ্রাপ্ত হাদিকে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital) এ ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) এ স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে যাত্রা শুরু করে হাদিকে নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

ওসমান হাদির আঘাতের বিবরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, “তার মাথায় বুলেটের আঘাত রয়েছে, যা গুরুতর। এছাড়া বুকে ও পায়েও আঘাত দেখা গেছে। পায়ের আঘাত সম্ভবত রিকশা থেকে পড়ে যাওয়ার ফলে হয়ে থাকতে পারে। আমরা এখানে প্রাথমিক অস্ত্রোপচার করেছি।”

হাদিকে কোথায় নেওয়া হবে, সে সিদ্ধান্তও কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে আসে বলে জানান তিনি। পরিবারের শুরুতে পরিকল্পনা ছিল সিএমএইচ হাসপাতালে নেওয়ার, তবে পরে তারা এভারকেয়ারকে চূড়ান্ত করে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় এক অজ্ঞাত দুষ্কৃতিকারীর গু’\লি’\তে নি’\হত হওয়ার শঙ্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওসমান হাদি। ঘটনার পর পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *