ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর সংঘটিত হ’\মলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দু’\র্বৃত্তদের হ’\মলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নি’\হত না হলেও গু’\রুতর আ’\হত হন। ঘটনার পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জোরালো অ’\ভিযান পরিচালনা করছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই ছবিতে থাকা ব্যক্তিকেই হ’\মলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বর্তমানে তাকে খুঁজে বের করতে হন্যে হয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওসমান হাদি (Osman Hadi)-এর ওপর সংঘটিত এই হ’\মলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা থাকলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদান করা যাবে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন করে অথবা নিচে উল্লেখিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে।
ডিসি মতিঝিল: 01320040080
ওসি পল্টন: 01320040132
পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যাচাই-বাছাই সাপেক্ষে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
বার্তা বাজার/এস এইচ


