রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সংঘটিত হ’\ামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, সংশ্লিষ্টদের যেকোনো সময় গ্রে’\ফতার করা হতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হ’\ামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রে’\ফতার করা হবে।”
এর আগে শুক্রবার বিকেলে ওসমান হাদির ওপর সংঘটিত হ’\ামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে এক বিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রে’\ফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ডিএমপি জানায়, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও হ’\ামলাকারীদের গ্রে’\ফতারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে, ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ওসমান হাদি (Osman Hadi)-এর ওপর গু’\লি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গু’\লি’\বি’\দ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ ভর্তি করা হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ স্থানান্তর করা হয়।


