ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চ (Inkilab Mancha)-এর আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গু’\লি’\বর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে যে মোটরসাইকেলে বহন করা হয়েছিল, সেই বাইকের চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট (The Descent) শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গু’\লি’\বর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন। তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম ‘মোহাম্মদ আলমগীর শেখ’। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী, আলমগীর তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানাধীন ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন।
দ্য ডিসেন্ট জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে থাকা একাধিক ছবির সঙ্গে হাদীর গণসংযোগ চলাকালে গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, ‘৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদীর নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সেখানে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়, যা লাল চিহ্নিত ছবিতে তুলে ধরা হয়েছে।’
পোস্টে দ্য ডিসেন্ট আরও জানায়, ‘এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদীর গণসংযোগ কর্মসূচিতে কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা একজন এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেকজন অংশ নেন। গণসংযোগ শেষে তারা দুজন একটি বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে হাদীর ওপর গু’\লি’\বর্ষণ করেন।’ ওই ঘটনায় গু’\লি’\কারী হিসেবে ইতোমধ্যে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। আর বাইকটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তি, যার গলায় একটি চাদর ঝুলানো ছিল।
দ্য ডিসেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, বাইক চালকের মুখ পুরোপুরি দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়নসহ একাধিক বৈশিষ্ট্য আলমগীর হোসেনের সঙ্গে মিলে যায়। এসব উপাত্তের ভিত্তিতেই তাকে বাইক চালক হিসেবে শনাক্ত করা হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, আলমগীর হোসেনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা তথ্য পাওয়া গেছে। এসব তথ্য আরও গভীরভাবে বিশ্লেষণ করে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাম’\লা’\কারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দ্য ডিসেন্ট এক পৃথক পোস্টে দাবি করে, হাদীর ওপর গু’\লি’\বর্ষণকারী দুই যুবক ঘটনার আগে হাদীর সঙ্গে গণসংযোগ কর্মসূচিতে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিলেন। দ্য ডিসেন্ট জানায়, পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের সরবরাহ করা দুটি ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গু’\লি’\ ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াপদা মাদ্রাসা—জামিআ দারুল উলুম মতিঝিল—এলাকায় হাদীর সঙ্গেই মাস্ক পরা অবস্থায় গণসংযোগে অংশ নিয়েছিল।
পোস্টে আরও বলা হয়, গু’\লি’\কারী দুইজনের মধ্যে একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অপরজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা। হাম’\লা’\কারী দুই বাইক আরোহীর এই পোশাকের সঙ্গে গণসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া গেছে।
দ্য ডিসেন্ট জানায়, গু’\লি’\কারীদের শনাক্ত করতে হাদীর ওই দিনের গণসংযোগ কর্মসূচির আরও ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য বা আপডেট পাওয়া গেলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


