যুক্তরাজ্য ছাড়ার আগে বিজয় দিবসে শেষ দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন তারেক রহমান

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপি (BNP)-র ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী ২৪ ডিসেম্বর দেশে ফিরছেন। এর আগে, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে দলের নেতাকর্মীদের সঙ্গে শেষবারের মতো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রোববার বিকালে যুক্তরাজ্য বিএনপির সহ-দফতর সম্পাদক সেলিম আহমদ জানান, বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তারেক রহমান। অনুষ্ঠানটি হবে লন্ডনের সিটি প্যাভিলিয়নে, ১৬ ডিসেম্বর বিকেল ৫টায়। এ অনুষ্ঠানেই যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তিনি।

সূত্রগুলো জানিয়েছে, ২৪ ডিসেম্বর লন্ডনের কিংসস্টন এলাকার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে নেতাকর্মীরা তাঁকে বিদায় জানাবেন। সময়স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের জন্য কোনো আলাদা আয়োজন থাকছে না।

এদিকে জানা গেছে, এ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব নিতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমেদ ইতোমধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, কর্মসূচিটি মূলত ১৫ ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু তারেক রহমান সময় দেওয়ায় তা একদিন পিছিয়ে বড় পরিসরে আয়োজন করা হচ্ছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ডা. জাইমা রহমান। ডা. জোবাইদা বর্তমানে ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-র শয্যাপাশে রয়েছেন। তিনি লন্ডনে ফিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তারেক রহমানের সঙ্গেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এছাড়া তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের শীর্ষ নেতারা ও ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে রয়েছেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্যের প্রবীণ নেতা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দীন এবং দলের মিডিয়া টিমের সিনিয়র সদস্য সালেহ শিবলী।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারাও তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে লন্ডনে যেতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজয় দিবসে তাঁর বক্তব্য ও দিকনির্দেশনামূলক বার্তা হতে পারে দলীয় রাজনীতির আগামী পথচলার প্রেক্ষাপট নির্ধারণে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *