ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গু’\লি করে হ’\ত্যা’\চেষ্টার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম (Sadik Kayem)। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তিনি ডাক দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচির।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন সাদিক কায়েম। কর্মসূচি অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে কায়েম লেখেন, “আমাদের ভাই ওসমান হাদিকে গু’\লি করে হ’\ত্যা’\চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার, দেশজুড়ে অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নিষি’\দ্ধ লী’\গের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও করব।”
এই ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়জুড়ে বাড়ছে উত্তেজনা। ছাত্রসমাজের একাংশ কর্মসূচিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)। একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তার মাথায় গু’\লি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ছিল সুপরিকল্পিত হ’\ত্যা’\চেষ্টা—এমন অভিযোগ উঠেছে হাদির সমর্থকদের তরফে।
এই ঘটনার পর থেকেই সারাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। হাদির অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


