সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন শফিকুল ইসলাম (Shafiqul Islam)। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের সময় কিছু বিষয়ে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এ কারণেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি (Dhanmondi) এলাকা থেকে সাংবাদিক আনিস আলমগীর (Anis Alamgir)-কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম বা ব্যায়ামাগার থেকে তাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়ে আসেন। তিনি বলেন, ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে গোয়েন্দা পুলিশের প্রধান তার সঙ্গে কথা বলবেন।
বার্তা বাজার/এস এইচ


