এক সপ্তাহ ধরে নিখোঁজ, এনসিপি নেতা তামিমের বাবার খোঁজ মেলেনি

মেহেরপুরে জাতীয় ছাত্র আন্দোলন (এনসিপি)–এর জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৮ ডিসেম্বর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই বলে জানিয়েছেন স্বজনরা। নিখোঁজের ঘটনায় মেহেরপুর সদর থানা (Meherpur Sadar Police Station)-তে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ কামরুল ইসলাম স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনের পুরোনো নেতা। তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের (Meherpur District Truck and Tank Lorry Workers’ Union) সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি মেহেরপুর সরকারি কলেজপাড়ায়, পিতার নাম হায়দার আলী।

তামিম ইসলাম জানান, ৮ ডিসেম্বর তাঁর বাবা মোটরসাইকেল নিয়ে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে দাদিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় তাঁরা খোঁজ নিতে শুরু করেন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বাবার মোবাইল বন্ধ পান। পরে গাঁড়াডোব গ্রামে খোঁজ নিয়ে নিশ্চিত হন, কামরুল ইসলাম সেখানে যাননি।

এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও কোনো সুরাহা হয়নি। ১০ ডিসেম্বর তিনি মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তামিম বলেন, “আমার বাবা কোথায় আছেন, কী অবস্থায় আছেন— কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত ভীষণ উৎকণ্ঠার মধ্যে কাটছে আমাদের।”

এদিকে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির (OC Humayun Kabir) জানিয়েছেন, নিখোঁজ কামরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তাঁকে অপহরণ করা হয়েছে— এমন কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ তার অবস্থান শনাক্ত করতে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সাত দিন পার হলেও এখন পর্যন্ত কামরুল ইসলামের কোনো খোঁজ মেলেনি, যা পরিবার ও স্থানীয় মহলে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *