সরকারি মঞ্চে অস্বস্তিকর কাণ্ড: মুসলিম নারীর হিজাব টেনে খুলে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার

ভারতের বিহার রাজ্যে একটি সরকারি অনুষ্ঠানে অস্বাভাবিক ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার (Nitish Kumar)। সার্টিফিকেট গ্রহণের জন্য মঞ্চে আসা এক মুসলিম নারীর হিজাব তিনি নিজ হাতে টান দিয়ে খুলে দেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানী পাটনা (Patna)-তে আয়োজিত ওই অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা অবস্থায় সার্টিফিকেট নিতে এগিয়ে আসা ওই নারীকে মুখ খুলতে ইশারা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ওই নারী কিছু বোঝার বা প্রতিক্রিয়া দেখানোর আগেই নিতিশ কুমার হঠাৎ করে তার হিজাবে সজোরে টান দেন। এতে মুহূর্তের মধ্যেই নারীর মুখ উন্মুক্ত হয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তিকে তখন হাসতে দেখা গেলেও, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পরিস্থিতি সামাল দিতে এবং মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘটনাটি জনসমক্ষে স্পষ্ট হয়ে গেছে।

উল্লেখ্য, নিতিশ কুমার গত মাসেই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের পর থেকেই ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের আচরণ ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। সোমবারের এই ঘটনার পর সেই প্রশ্ন ও সমালোচনা আরও তীব্র আকার ধারণ করেছে।

ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে কংগ্রেস (Indian National Congress) নিতিশ কুমারের পদত্যাগ দাবি করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে হিন্দুত্ববাদী বিজেপি (Bharatiya Janata Party)-র সঙ্গে জোট গড়ে সরকার গঠন করা নিতিশ কুমারের কড়া সমালোচনা করেছে বিরোধী দল আরজেডি। এক বিবৃতিতে দলটি বলেছে, “পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলার মাধ্যমে জেডিইউ ও বিজেপি নারী ক্ষমতায়নের নামে আসলে কী ধরনের রাজনীতি করছে, সেটিই প্রকাশ হয়ে পড়েছে।”

ঘটনাটি ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *