কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ফটক থেকে সুব্রত বাইনের মেয়ে বিথি আটক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে আটক করেছে র‌্যাব (RAB)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১১-এর সদস্যরা।

রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এর আগে গত ৫ ডিসেম্বর কড়া নিরাপত্তায় সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে স্থানান্তর করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাবিনা ইয়াছমিন বিথির বিরুদ্ধে সন্দেহ রয়েছে যে তিনি পিতা সুব্রত বাইনের অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক পরিচালনা ও পলাতক সহযোগীদের সহায়তায় জড়িত থাকতে পারেন। এসব বিষয় খতিয়ে দেখার জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তে এসব তথ্যের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *