বিজয় দিবসের প্রাক্কালে মুহসীন হলে গোলাম আজমের ব্যঙ্গচিত্র, তিন শিক্ষার্থীর উদ্যোগ

জগন্নাথ হলের ঘটনার পর এবার বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আলোচনার কেন্দ্রে এসেছে একটি ব্যঙ্গচিত্র। একই হলের তিন শিক্ষার্থীর উদ্যোগে জামায়াতে ইসলামীর বিতর্কিত নেতা গোলাম আজমের একটি ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে হল প্রাঙ্গণে।

সোমবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে এই ব্যঙ্গচিত্র আঁকার কাজ সম্পন্ন হয়। এতে অংশ নেন চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সিয়াম সাফায়েত, ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের মেহেদী হাসান এবং অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ। মুহসীন হলের ভেতরেই শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ব্যঙ্গচিত্রটি আঁকা হয়।

আয়োজকদের একজন শিশির আহমেদ বলেন, রাজাকারদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবেই মূলত এই ব্যঙ্গচিত্র আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই ঘৃণা স্থায়ী থাকে, সেই দৃষ্টিকোণ থেকেই শিক্ষার্থীদের সামনে রাজাকারদের এই ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।” বিজয় দিবসের চেতনার সঙ্গে মিল রেখেই এই প্রতীকী প্রতিবাদ বলে মনে করছেন আয়োজকরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রবেশমুখের সড়কে জামায়াতে ইসলামীর বিতর্কিত নেতা গোলাম আজম, যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লা এবং মতিউর রহমান নিজামীর ছবি আঁকা হয়েছিল। তবে ওই ঘটনায় হল প্রশাসন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ছবিগুলো মুছে ফেলে। সেই ঘটনার ঠিক একদিন পরই মুহসীন হলে নতুন করে এই ব্যঙ্গচিত্র আঁকা হলো, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে বিজয় দিবস ঘিরে শিক্ষার্থীদের এক ধরনের প্রতীকী প্রতিবাদ ও রাজনৈতিক সচেতনতার প্রকাশ দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *