খালেদা জিয়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: বিজয় দিবসে ভাষণে বললেন ইউনূস

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া (Khaleda Zia)–কে দেশের ইতিহাসের ‘গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “আপনারা জানেন, জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের।”

তিনি বলেন, “খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় সরকার ইতোমধ্যেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।”

সরকারের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসাসেবা নিশ্চিত করতে যথাসম্ভব সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে দেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকার বিবেচনায় রেখেছে।”

উল্লেখ্য, খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাঁকে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ (CCU) স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও পুরনো শারীরিক সমস্যায় ভুগছেন। তার লিভার ও কিডনি জটিলতা ছাড়াও রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণজনিত নানা সমস্যা। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হলেও তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *