মুন্সিগঞ্জে বিকল্পধারা ছেড়ে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জ (Munshiganj) জেলার শ্রীনগর (Sreenagar) উপজেলায় বিকল্পধারা বাংলাদেশের অঙ্গসংগঠন বিকল্প যুবধারার শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় বাইপাস সড়কে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান পর্ব সম্পন্ন হয়।

দলীয় সূত্র জানায়, বিকল্প যুবধারার কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম লিটন, উপজেলা আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চঞ্চল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহীদ দেওয়ান, পাটাভোগ ইউনিয়ন সভাপতি বুলেট আহমেদ এবং শ্রীনগর ইউনিয়নের সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ (Sheikh Md. Abdullah)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল প্রমুখ।

যোগদানের পেছনের কারণ ব্যাখ্যা করে বিকল্প যুবধারার আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, “বিএনপি থেকে বের হয়ে বিকল্পধারা দল গঠন করা হলেও মাঠপর্যায়ে প্রত্যাশিত কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তাছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের কোনো প্রার্থী না থাকায় কার্যত রাজনীতির বাইরে চলে যাচ্ছিলাম। এমন অবস্থায় নিজেদের রাজনৈতিক শেকড়ে ফেরাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছি। বিএনপির আদর্শ ও চেতনা সব সময় আমাদের হৃদয়ে ছিল—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

নবযোগদানকারী নেতা-কর্মীদের উদ্দেশে শেখ মো. আব্দুল্লাহ বলেন, “এই আসনকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সংসদীয় আসনে রূপ দিতে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যারা আজ বিএনপিতে যোগ দিয়েছেন, তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *