মহান বিজয় দিবসের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ফেসবুকে দেওয়া একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের মহান বিজয়কে ‘কলঙ্কিত’ করার অভিযোগ তুলে আধিপত্যবাদবিরোধী ব্যানারের আওতায় একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
কর্মসূচির আয়োজকরা বলেন, মানুষের মতামতকে উপেক্ষা করে ‘গুজরাটের কসাই’ হিসেবে পরিচিত, ভারতের সংখ্যালঘুদের ওপর নি’\র্যা’\তনকারী ও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে অভিযুক্ত এই নরপশুর প্রকাশ্য দালালরা তাকে বাংলাদেশে এনেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই আগমনের বিরোধিতা করেছিল।
তাদের অভিযোগ, এই বিরোধিতার কারণেই ওই দালাল খু’\নি হাসিনা, ভারতের প্রক্সি হিসেবে, এ দেশের মানুষের ওপর গ’\ণ’\হ’\ত্যা চালিয়েছিল এবং নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হ’\ত্যা করেছিল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ বছর ধরে বাংলাদেশে যে অপশাসন চলেছে, তার অন্যতম মদদদাতা ভারত। সে কারণেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি।
প্রতিবাদ চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’, ‘আজকের এইদিনে, আবরারকে মনে পড়ে’—এমন বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে মধুর ক্যান্টিনের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র একটি স্টিকার মাটিতে লাগিয়ে তা পদদলিত করেন।


