চাঁদা দাবির প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরের কুলগাঁও এলাকায় স্থানীয় এক যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড গু’\লি ছোড়া হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি সামনে আসে।
ঘটনাটি ঘটে এর আগের দিন রোববার রাতে, নগরীর বালুচরা উত্তর কুলগাঁও এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আহমেদ রেজা বাবু নামে এক যুবদল নেতার পারিবারিক বাড়িকে লক্ষ্য করেই এ গু’\লি’\বর্ষণের ঘটনা ঘটে। আহমেদ রেজা বাবু নগরীর বায়েজিদ বোস্তামী থানা (Bayezid Bostami Thana) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে যুবদলের পদপ্রত্যাশী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গু’\লি’\বর্ষণের পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাতে বিকট শব্দে গু’\লি ছোড়ার কারণে বাসিন্দারা ঘর থেকে বের হতে সাহস পাননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তারা জানান, সাজ্জাদ আলীর নাম ব্যবহার করেই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদা তোলার চেষ্টা চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আহমেদ রেজা বাবুর বাবা ফরিদ উদ্দিন ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি (Chattogram Metropolitan BNP)-এর জলবায়ু বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন ইত্তেফাক ডিজিটালকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। গু’\লি’\বর্ষণের খবর পাওয়ার পর উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান। তবে মঙ্গলবার রাত পৌনে ৮টা পর্যন্ত কেউ থানায় এসে আনুষ্ঠানিকভাবে মামলা করেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বালুচরা উত্তর কুলগাঁও এলাকায় একটি খালি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। ওই কাজের ঠিকাদার মো. জনির কাছে গত বৃহস্পতিবার বিকেলে ১০ থেকে ১২ জন যুবক এসে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানার পর ঠিকাদার জনি তার পরিচিত যুবদল নেতা আহমেদ রেজা বাবুকে ঘটনাটি অবহিত করেন।
এরপর বাবু নিজে ঘটনাস্থলে গিয়ে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে ওই যুবকরা ‘চা-নাশতার’ টাকা দাবি করে। তখন বাবু তাদের দুই হাজার টাকা দিতে বলেন। ঠিকাদার জনি তিন হাজার টাকা দিতে চাইলে তারা সেটিও না নিয়ে চলে যায়। এই ঘটনার পর থেকেই বাবু বিদেশি দুটি নম্বর থেকে একাধিকবার হুমকি পেতে থাকেন বলে অভিযোগ করেছেন।
এই হুমকির ধারাবাহিকতায় রোববার রাতে চারজন যুবক এসে বাবুর বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড গু’\লি ছোড়ে। এতে তার পরিবারসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ হতাহত না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এলাকার মানুষ।
আহমেদ রেজা বাবু সাংবাদিকদের জানান, গু’\লি’\বর্ষণের পর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম নগরীতে গু’\লি’\সংক্রান্ত সহিংস ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গু’\লিতে নি’\হত হন সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গু’\লি’\বি’\দ্ধ হন। সেই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।


