হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সম্ভব না, কোনভাবে বৃটেনে নেয়া গেলে শেষ একটা চেষ্টা করা যেত – মঞ্জু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সহকর্মী এ উদ্যোগের কথা জানান।

সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “হাদিকে UK আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।”

এ বিষয়ে আরও বিস্তারিত জানান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) (AB Party)-র অন্যতম নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, “আমাদের প্রিয় ভাই (ওসমান গণি) ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত সিঙ্গাপুরে সম্ভব নয়। তাঁর এখন যে অপারেশন প্রয়োজন, তার উপযুক্ত ব্যবস্থাপনা সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও নেই।”

মঞ্জু আরও বলেন, “তাঁকে যদি কোনভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেওয়া যেত তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। UK-তে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ—আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে জানালে কৃতজ্ঞ থাকব।”

এই চিকিৎসা সহায়তার উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই নানা সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়েছে। ওসমান হাদির শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *