ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুরে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাইফ উদ্দিন খালেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘হাদিকে UK আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’
এদিকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু নিজের ফেসবুক পোস্টে আরও বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমাদের প্রিয় ভাই (ওসমান গণি) ওসমান বিন হাদী’র যথাযথ চিকিৎসা মূলত সিঙ্গাপুরে সম্ভব না। তাঁর এখন যে অপারেশনটা দরকার, সেটার প্রপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই।’
তিনি আরও উল্লেখ করেন, হাদিকে যদি কোনোভাবে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেওয়া যেত, তাহলে অন্তত শেষ একটি চেষ্টা করা সম্ভব হতো। এ লক্ষ্যে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত ভাই-বোনদের সহায়তা কামনা করেন।
পোস্টে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু লেখেন, ‘ইউ.কে’তে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে ওসমান হাদী’র ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হবো।’
এদিকে হাদির সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে দোয়া ও সহানুভূতির বার্তা জানানো হচ্ছে।


