চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গু’\লি, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা ২০-২১ রাউন্ড গু’\লি চালিয়েছে। গত রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানা (Bayezid Bostami Thana) এলাকার বালুছড়া উত্তর কুলগাঁওয়ে ফরিদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল সোমবার রাতে। ঘটনার পর এখনো পর্যন্ত গু’\লি বর্ষণকারীদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ঘটনায় ভুক্তভোগী হলেন আহমেদ রেজা বাবু। তিনি বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তার প্রয়াত বাবা ফরিদ উদ্দিন ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি (Chattogram Metropolitan BNP)-এর জলবায়ু বিষয়ক সম্পাদক।

স্থানীয়দের অভিযোগ, সাবেক এই ছাত্রদল নেতা চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়ি লক্ষ্য করে গু’\লি চালিয়েছে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া উত্তর কুলগাঁওয়ে ফরিদ মেম্বারের বাড়ির পাশের একটি খালি জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। এই কাজের দায়িত্ব পান মো. জনি নামের এক ঠিকাদার। গত বৃহস্পতিবার বিকেলে ১০-১১ জন যুবক এসে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ আলী খানের নামে ঠিকাদার জনির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় জনি তার পূর্বপরিচিত আহমেদ রেজা বাবুকে বিষয়টি জানান। বাবু ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে চান, তারা কীসের টাকা দাবি করছে। তখন ওই যুবকরা ‘চা-নাস্তার’ খরচের কথা বলে। বাবু তাদের দুই হাজার টাকা দিতে বলেন। ঠিকাদার জনি তিন হাজার টাকা দেন। তবে তারা সেই টাকা না নিয়েই সেখান থেকে চলে যায়।

এরপর থেকেই বাবু বিদেশি দুটি নম্বর থেকে একাধিকবার হুমকি পেতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত রোববার রাত ১০টার দিকে চার যুবক বাবুর বাড়ি লক্ষ্য করে ২০-২১ রাউন্ড গু’\লি ছোড়ে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ নি’\হত হননি, তবে পুরো এলাকায় ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আহমেদ রেজা বাবু কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দিতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, এর আগেও গত ৫ নভেম্বর বিএনপি নেতা এরশাদ উল্লাহর গণসংযোগকালে গু’\লি করে ‘সন্ত্রাসী’ সারোয়ার বাবলাকে হ’\ত্যা করা হয়। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ চারজন গু’\লি’\বি’\দ্ধ হন। সেই ঘটনার ক্ষেত্রেও বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ বাহিনীর দিকে অভিযোগের তীর উঠেছিল।

বার্তাবাজার/এমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *