পাবনার ঈশ্বরদীতে জমি বিরোধের জেরে বিএনপি নেতাকে গু’\লি করে হ’\ত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গু’\লিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নি’\হত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নি’\হত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিকভাবে বিরোধকৃত একটি জমি থেকে মাটি কাটেন। বিষয়টি নিয়ে কথা বলার উদ্দেশ্যে বুধবার সকালে বিরু মোল্লা কয়েকজন লোক নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান।

সেখানে কথা বলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গু’\লি ছুড়ে উপস্থিত লোকজনকে চলে যেতে বলেন। কিন্তু তারা স্থান ত্যাগ না করায় কিছুক্ষণ পর আবারও তাদের লক্ষ্য করে গু’\লি ছোড়া হয়।

এ সময় বিরু মোল্লা মাথায় গু’\লি’\বি’\দ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা (Ishwardi Police Station) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন বিরু মোল্লা। কিন্তু বাড়ির ভেতর থেকে তাকে লক্ষ্য করে গু’\লি করা হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *