ভারতের উপদেশ বা নসিহতের কোনো প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য ও নসিহতকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “সামনের নির্বাচনের দিকে আমরা ভালোভাবেই এগোচ্ছি। এখন ভারতের উপদেশ বা নসিহতের কোনো প্রয়োজন নেই।”

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। এর আগে একইদিন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-কে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই আসে ঢাকার এই কড়া প্রতিক্রিয়া।

ভারতের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন যেন “শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য” হয়—এই আহ্বান জানিয়ে আসছে তারা। নয়াদিল্লি বাংলাদেশে “অবনতির দিকে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি” নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছরে আমরা এমন কিছু দেখিনি। এখন তাদের এই ধরনের বিবৃতি বা নসিহত গ্রহণযোগ্য নয়। যদি ভারত চায়, তাহলে শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য থামাতে পারে। তিনি ভারতে বসেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।”

এ সময় কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রসঙ্গে ভারত যে উদ্বেগ জানিয়েছে, তার জবাবে উপদেষ্টা জানান, “ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিতে আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু একটি কর্মসূচি ছিল, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সামাজিকমাধ্যম পোস্ট ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “ভারত সবসময়ই মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা বাড়িয়ে ও আমাদের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করেছে। বাস্তবতা হলো, তারা নয় মাস না হোক, ছয় মাস অংশ নিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া এত দ্রুত বিজয় পাওয়া সম্ভব হতো না।”

হাইকমিশনার তলব প্রসঙ্গে তিনি বলেন, “এটা অপ্রত্যাশিত নয়। সচরাচর ডাকা হয়। আমরা বাংলাদেশ থেকেও ডেকেছিলাম। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে। আমরা ‘গুড ওয়ার্কিং রিলেশন’ চেয়েছিলাম।”

এ সময় সাংবাদিকরা তারেক রহমান-এর দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গতকাল পর্যন্ত তিনি ট্রাভেল ডকুমেন্ট চাননি। তিনি যদি পাসপোর্ট নিয়ে ফেরেন, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *