বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “গত কয়েক দিনের মতোই চিকিৎসা চলছে এবং তিনি অনেকটাই ইতিবাচক দিকে এগোচ্ছেন।”
বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ডা. জাহিদ হোসেন জানান, “খালেদা জিয়া এখন ওষুধ গ্রহণ করতে পারছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি হন খালেদা জিয়া। প্রথমে ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও পরে তার নিউমোনিয়া ধরা পড়ে। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শারীরিক জটিলতা এখনো সম্পূর্ণ কাটেনি, তবে স্থিতিশীলতা রয়েছে বলেই আশাবাদ ব্যক্ত করছেন চিকিৎসকরা।


