সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গু’\লি’\বি’\দ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটজনক ও অপরিবর্তিত রয়েছে। তার সর্বশেষ সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত (ইসকেমিক) পরিবর্তন আগের তুলনায় আরও বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক নিউরোসার্জন ও তার চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডা. আহাদ বলেন, “বর্তমানে তার অবস্থা ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’। অর্থাৎ তার অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি। নিউরোলজিক্যাল রিফ্লেক্সেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না।”
তিনি জানান, হাদির হৃদযন্ত্র চলছে মেডিকেল সাপোর্টে, ফুসফুস ভেন্টিলেশনের মাধ্যমে এবং কিডনির কার্যক্রমও চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে। মস্তিষ্কে রয়ে যাওয়া গু’\লি’\র অংশ অপসারণ বিষয়ে চিকিৎসকরা জানান, সেটি ব্রেইনের ‘ডিপ সিলেট’ বা গভীর সংবেদনশীল এলাকায় অবস্থিত। ফলে অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ এবং বর্তমানে তা করা সম্ভব নয়।
চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার বা দীর্ঘ ভ্রমণ—দু’টিই হাদির বর্তমান শারীরিক পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। তাই আপাতত সিঙ্গাপুর জেনারেল হসপিটালেই কনজারভেটিভ ম্যানেজমেন্টে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে স্থানান্তরের মতো শারীরিক সক্ষমতা এখনো অর্জিত হয়নি বলেও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদির ‘উন্নতির খবর’ ভিত্তিহীন বলে উল্লেখ করে ডা. আহাদ বলেন, “তার অবস্থা এখনও সংকটজনক এবং স্থিতিশীল। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাই।”
এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের এক ফেসবুক পোস্টে জানিয়েছে, অস্ত্রোপচারের আগে শরীরের স্থিতিশীলতা নিশ্চিত করাই চিকিৎসকদের অগ্রাধিকার। তাই স্থিতিশীলতার অপেক্ষাতেই সময় পার হচ্ছে।
শরিফ ওসমান হাদির পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, “আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।”


