সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হ’\দি–র শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার হাসপাতালে হ’\দিকে দেখতে যাওয়ার পর তিনি ফোনে বিষয়টি অবহিত করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus)-কে হ’\দির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি স্পষ্ট জানান, হ’\দির শারীরিক অবস্থা “অত্যন্ত সংকটাপন্ন”।
হ’\দির এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—শান্ত ও সংবেদনশীল থাকার জন্য এবং হ’\দির সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সিঙ্গাপুর সরকারের উচ্চপর্যায়ের এই যোগাযোগ এবং উদ্বেগ প্রকাশ ঘটনাটিকে আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। ইনকিলাব মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হ’\দির জন্য উদ্বেগ প্রকাশ করছেন।


