সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হ’\দি–র শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার এই অবস্থায় দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। একইসঙ্গে তিনি হ’\দির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান (Vivian Balakrishnan) হ’\দিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে হ’\দির অবস্থা সরেজমিনে পরিদর্শনের পর রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। ফোনালাপে ড. বালাকৃষ্ণান বলেন, হ’\দির অবস্থা “অত্যন্ত সংকটাপন্ন”।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থেকে যিনি সরব ও অকুতোভয় ভূমিকায় ছিলেন, সেই শরিফ ওসমান হ’\দি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে, প্রধান উপদেষ্টার আহ্বানে হ’\দির সুস্থতা কামনায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনার ঢল নেমেছে। ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরাও দোয়া ও সংহতি জানিয়ে পোস্ট দিচ্ছেন।
ঘটনার প্রেক্ষাপট
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এক ব্যাটারিচালিত রিকশায় অবস্থান করছিলেন শরিফ ওসমান হ’\দি। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গু’\লি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে হ’\দিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


