সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ ডিসেম্বর) তার ম’\র’\দে’\হ দেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রথমবারের মতো তার মৃ’\ত্যু সংবাদ জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে পোস্ট করা এক স্ট্যাটাসে লেখা হয়: “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শ’\হি’\দ হিসেবে কবুল করেছেন।” একইসঙ্গে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও খবরটি নিশ্চিত করা হয়।
ওসমান হাদির ওপর হা’\মলা হয় গত ১২ ডিসেম্বর, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গু’\লি করে পালিয়ে যায়। সেসময় তিনি রিকশায় ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হা’\মলা’\কা’\রীরা খুব কাছ থেকে গু’\লি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, গু’\লি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেলেও ব্রেইনের ভেতরে অংশবিশেষ থেকে গেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।
এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে। শেষ পর্যন্ত, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।
তার মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। নানা মহল থেকে দোয়া ও শ্রদ্ধা জানানো হচ্ছে এই তরুণ রাজনীতিক ও আন্দোলনকর্মীর প্রতি।


