দীর্ঘ প্রতীক্ষা শেষে তারেক রহমান (Tarique Rahman) বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার দেশে ফেরার বিষয়টি ঘিরে যে জল্পনা-কল্পনা ছিল, তা এবার আরও বাস্তব রূপ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তারেক রহমানের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে। সূত্র জানায়, তিনি নিজে আবেদন ফরম পূরণ করে তা যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন অন্য একজনের মাধ্যমে।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, ট্রাভেল পাসের প্রয়োজনীয় আবেদনপত্রটি পূরণ করে তারেক রহমান পাঠিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে। তিনি-ই আবেদনপত্রটি সরাসরি যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জমা দেন।
এই পদক্ষেপের মধ্য দিয়ে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।


