ওসমান হাদির মু’\ত্যুতে তারেক রহমানের শোক, পরিবারের প্রতি সমবেদনা

গু’\লি’\বি’\দ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মু’\ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান (Tarique Rahman)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক শোকবার্তায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “তারেক রহমান শরিফ ওসমান হাদির মু’\ত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকসন্তপ্ত সময়ে তিনি হাদির পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেছেন।”

একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর পক্ষ থেকেও পৃথক শোকবার্তা পাঠানো হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে ওসমান হাদির উপর হা’\মলা হয়। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে তাকে গু’\লি করে পালিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাদির মু’\ত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *