ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মু’\ত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। রাত সাড়ে ১০টার দিকে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ‘হাদি হাদি’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভকারীদের স্লোগান —“তুমি কে আমি কে, হাদি হাদি”, “জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে”, “আমরা সবাই হাদি হবো, গু’\লি’\র মুখে কথা কব”, “লী’\গ ধর, জে’\লে ভর”—এইসব স্লোগানে শাহবাগ পরিণত হয় প্রতিবাদের প্ল্যাটফর্মে।
শরিফ ওসমান হাদির মু’\ত্যু হয় আজ রাত পৌনে ১০টার দিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গু’\লি’\বি’\দ্ধ হন তিনি। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে তার মাথায় গু’\লি চালিয়ে পালিয়ে যায়।
তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
হাদির মু’\ত্যু সংবাদ পাওয়ার পরেই ছাত্র–জনতা এবং ইনকিলাব মঞ্চের সমর্থকরা রাজপথে নামে। শাহবাগ মোড় দখলে নিয়ে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত বড় কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ থাকায় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। হাদির মু’\ত্যুকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।


