ডেইলি স্টারের কার্যালয়ে হা’মলা-ভা’ঙচুর-আ’গুন, ভেতরে আটকা পড়েছে অনেক সাংবাদিক

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুরের পর ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ও বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে ছাদে কিছু কর্মী আটকা পড়ে আছেন এবং আগুনের তীব্রতার কারণে নামতে পারছেন না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে কিছু ব্যক্তি অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং ভবনের সামনে অগ্নিসংযোগ করেন। এরপর তারা ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *