প্রথম আলোর কার্যালয়ে ঘেরাও ও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীতে ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল বিক্ষুব্ধ যুবক পত্রিকাটির কার্যালয়ে হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল লোক স্লোগান দিতে দিতে ডেইলি স্টার অফিসের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ভবনের সামনে থাকা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। কাচ, সাইনবোর্ড ও প্রবেশপথের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
ঘটনার সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদকর্মীরা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো পর্যন্ত ডেইলি স্টার কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, একের পর এক গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


