রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের ঘটনায় ভবনের ছাদে আটকা পড়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের দ্রুত উদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি আবেদন জানিয়েছেন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।
আজ রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের জানান, ‘হাদি’ নামক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের শিখা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে থাকা কর্মীরা নিচে নামতে না পেরে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। তিনি উল্লেখ করেন, আটকে পড়া কর্মীরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন এবং তাদের জীবন রক্ষায় দ্রুত বিশেষ উদ্ধার অভিযান প্রয়োজন।
সূত্রমতে, হাদির মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা কারওয়ান বাজারে জড়ো হয়ে মিছিল করে এবং একপর্যায়ে ডেইলি স্টার ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। আগুনের তীব্রতা মুহূর্তেই সিঁড়ি ও লিফট এলাকা আচ্ছন্ন করে ফেলায় কর্মীরা ছাদে আটকা পড়েন।
ছাদে অবস্থান: ছাদে আটকা পড়া কর্মীরা সেখান থেকে বাঁচার জন্য সংকেত দিচ্ছেন। ধোঁয়ার কারণে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে জানা গেছে।
উদ্ধার কাজে বাধা: বিক্ষোভের কারণে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে এবং কাজ শুরু করতে বেগ পেতে হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর ভূমিকা: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যাতে উদ্ধারকারী দল নিরাপদে ছাদে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারে।
জুলকারনাইন সায়ের তার বার্তায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন।


