বাংলাদেশ জামায়াতে ইসলামির (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) বলেছেন, যুক্তরাজ্যে সফরে গেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা’\রেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এক দিনের সংক্ষিপ্ত সফরে লন্ডনে অবস্থান করা জামায়াত আমির বলেন, “যেহেতু দেখা করার সুযোগ নেই, তাই এ প্রশ্নের উত্তর দিচ্ছি না।” তিনি এ কথাই জানান যখন একজন সাংবাদিক জানতে চান, সময় থাকলে তিনি তা’\রেক রহমানের সঙ্গে দেখা করতেন কি না।
ডা. শফিকুর রহমান আরও জানান, তার এই সফর মূলত ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি একাধিকবার যুক্তরাজ্য সফর করেছেন। সেই ধারাবাহিকতায় এবারও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মত দেন জামায়াত আমির। তিনি বলেন, “নির্বাচন যথাসময়ে হবে। পেছানোর কোনো সুযোগ নেই।”
সফর শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে ওমরাহ পালনে যাবেন বলেও জানা গেছে। তার দেশে ফেরার কথা আগামী ২১ ডিসেম্বর।


