শরিফ ওসমান হা’\দির (Sharif Osman Hadi) মৃ’\ত্যুর খবর আসার পর রাজধানীর দুটি প্রধান সংবাদমাধ্যম প্রথম আলো (Prothom Alo) ও দ্য ডেইলি স্টার (The Daily Star)-এর কার্যালয়ে হা’\মলা, ভা’\ঙচু’\র এবং অ’\গ্নিসং’\যোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই হা’\মলা চালানো হয়। এতে শুক্রবার (১৯ ডিসেম্বর) পত্রিকা দুটি ছাপা হয়নি।
প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “গত রাতে আমাদের কার্যালয়ে ব্যাপক হা’\মলা, ভা’\ঙচু’\র ও অ’\গ্নিসং’\যোগের কারণে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি। তাই আজকের মুদ্রণ সংস্করণ প্রকাশ করা যায়নি। আমরা আমাদের পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”
বিবৃতিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত কারিগরি অবকাঠামো যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করে আবারও ছাপা ও অনলাইন উভয় মাধ্যমেই প্রকাশ কার্যক্রম চালু করা হবে। সেই সঙ্গে পাঠকদের সহানুভূতি ও সহযোগিতার অনুরোধ জানানো হয়।
ঘটনার রাতে দ্য ডেইলি স্টার কার্যালয়েও একই ধরনের হা’\মলা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানেই। ফায়ার সার্ভিস জানায়, প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শুক্রবার সকাল ১০টার পর প্রথম আলো কার্যালয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ সম্পন্ন করে সরে যায়। তবে অতিরিক্ত ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের নিচতলায় থাকা প্রথমা প্রকাশনের অফিস পুরোপুরি পুড়ে গেছে। সকালে কিছুটা ধোঁয়া দেখা গেলেও পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। আশপাশের কোনো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে।
হা’\দির মৃ’\ত্যু ঘিরে এই সহিংস পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সংবাদকর্মী ও পাঠক মহলে। ঠিক কী কারণে পত্রিকা দুটি হা’\মলার লক্ষ্যবস্তু হলো, তা এখনো স্পষ্ট নয়। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।


