“হাদি ভাইয়ের ত্যাগে কালিমা লেপন করবেন না”—বাগছাস নেতার আবেগঘন আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দেশবাসীর প্রতি করজোড় মিনতি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি আহ্বান জানিয়েছেন, হাদি ভাইয়ের ত্যাগ ও আত্মোৎসর্গের ওপর যেন কোনোভাবে কালিমা লেপন করা না হয় এবং কেউ যেন তা করতে না পারে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (Bangladesh Democratic Students’ Council)-এর ফেসবুক পেইজে একাধিক ছবি সংযুক্ত করে দেওয়া একটি পোস্টে এই আহ্বান জানান তিনি।

পোস্টে আব্দুল কাদের লেখেন,
“আমরা গড়ার পক্ষে, বাংলাদেশ গড়ার পক্ষে। হাদি ভাই যে বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন।”

তিনি আরও লেখেন,
“আপনাদের কাছে করজোড় মিনতি, হাদি ভাইয়ের এতো ত্যাগ-তিতিক্ষায় কালিমা লেপন করবেন না, করতে দিবেন না। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিবেন না। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে!”

পোস্টে হাদির ওপর সংঘটিত হামলার ঘটনার বিবরণও তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে অনুসরণ করে। এক পর্যায়ে অটোরিকশার কাছে এসে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে তারা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ।

অবস্থার তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (Singapore General Hospital)-এ। সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এই খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। হাদির মৃত্যুকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত গোটা দেশ। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার আত্মত্যাগ এবং আদর্শ ঘিরে আবেগ, ক্ষোভ ও প্রশ্ন একসঙ্গে ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *