সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা-অগ্নিসংযোগের সময় অনেক সাংবাদিকের ফোন পেয়েও কোনো ধরনের সহায়তা করতে না পারায় নিজের অবস্থান নিয়ে হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আফসোস করে বলেছেন, সুযোগ থাকলে লজ্জায় তিনি নিজেকে মাটিচাপা দিতেন।
Advertisement
গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গত রাতে (বৃহস্পতিবার) দ্য ডেইলি স্টার ও প্রথম আলোয় কর্মরত আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি আতঙ্কিত, কান্নাজড়িত সহায়তার ফোন পেয়েছি। আমার সব বন্ধুর কাছে আমি গভীরভাবে দুঃখিত-আমি তোমাদের রক্ষা করতে পারিনি। সহায়তা জোগাড় করতে আমি সংশ্লিষ্ট সব মহলে একের পর এক অসংখ্য ফোন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি। ভোর ৫টার দিকে আমি শেষ পর্যন্ত ঘুমাতে যাই-এই আশ্বাস নিয়ে যে দ্য ডেইলি স্টারের ভিতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদ আছেন। কিন্তু ততক্ষণে দেশের ইতিহাসে সংবাদমাধ্যমের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ গণহামলা ও অগ্নিসংযোগের ঘটনা দুটি পত্রিকাকে প্রত্যক্ষ এবং সহ্য করতে হয়েছে। আমি জানি না, এমন পরিস্থিতিতে কোন ভাষায় আপনাদের সান্ত্বনা দেওয়া যায়। আমি শুধু এটুকুই বলতে পারি-একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি লজ্জিত ও গভীরভাবে দুঃখিত। মনে হচ্ছে, যদি পারতাম, তবে পৃথিবীর বুক থেকে একখণ্ড মাটি তুলে নিজেকে সেই লজ্জার নিচে চাপা দিতাম।’


