ওসমান হাদি হত্যার দ্রুত-স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) নিউইয়র্কে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন, ‘জাতিসংঘ মহাসচিব তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’

জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে গুতেরেস ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সংসদ নির্বাচন সামনে রেখে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। মহাসচিব শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজন আরও গভীর করবে এবং সবার অধিকারকে ক্ষুণ্ন করবে,’ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *