আগামীকাল সেনা–নৌ–বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন (A M N Nasir Uddin)। এই বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায়, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে।

ইসি সূত্র জানিয়েছে, এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে দুপুর আড়াইটায় নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত হবে মূল সভা।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, বৈঠক শেষে নির্বাচন কমিশনের বেজমেন্টে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং করা হবে।

এই সভা আয়োজনের বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে নতুন সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা ৩০ মিনিট।

সভায় প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনারগণও উপস্থিত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *