“নির্বাচন পিছিয়ে দিতেই বিএনপি নেতার বাড়িতে আগুন”

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আপনার আমার ব্যবসায়ীদের, সকল মানুষের ভাগ্য জড়িত। বাংলাদেশের ভাগ্য জড়িত। এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরণের কর্মকান্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে জড়িত হতে পারে। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আগুনে পুড়ে নিহত আয়েশা আক্তার বিনতির (৮) আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) সুস্থ্যতায় দোয়া করাও হয়।

এসময় নেতাকর্মীসহ স্থানীয়দের উদ্দেশ্য এ্যানি বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারটির খোঁজ খবর নিবেন। তাদের আত্মীয় স্বজনকে একটু সহানুভূতি দিয়ে সাহায্য সহযোগীতা করবেন।

তিনি আরও বলেন বেলালের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। কোনভাবেই যেন তার এই পরিবার এবং বেলাল যেন থ্রেটের মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এই পরিবারের জন্য যা কিছু দরকার তা আমরা করবো।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে স্মৃতি ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেলাল দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *