কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি (BNP)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed)।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সালাহউদ্দিন আহমেদের পক্ষে তাঁর প্রেসসচিব ছফওয়ানুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার-এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ছফওয়ানুল করিম টিটিএন-কে বলেন, “জনাব সালাহউদ্দিন আহমেদ-এর নির্দেশনায় আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এখন সেটি আইনজীবীর মাধ্যমে পূরণ করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে ২৮ বা ২৯ ডিসেম্বর তিনি নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারও বিষয়টি নিশ্চিত করে বলেন, সালাহউদ্দিন আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা তিনবার এমপি হয়ে তিনি এই আসনে নজির স্থাপন করেন। বিশেষ করে সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট সরকারের সময়, বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সালাহউদ্দিন আহমেদ ১০ অক্টোবর যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *