তারেক রহমানের তিন দিনের কর্মসূচি প্রকাশ, সংবাদ সম্মেলনে জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)–এর আগামি তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)–এ অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিমানবন্দর থেকে সরাসরি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)–কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখানে তিনি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)–এর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। একই দিনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *