বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকায় নির্ধারিত সমাবেশস্থলে একে একে উপস্থিত হয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। দীর্ঘ সময় ধরে চলমান যুগপৎ আন্দোলনের অংশীদারদের এই উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠানকে দিয়েছে বিশেষ রাজনৈতিক তাৎপর্য।
সমাবেশের মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সহসভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু। এ ছাড়া সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেদোয়ান আহমদ, ফরিদুজ্জামান ফরহাদ ও ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঞ্চে অবস্থান করছেন।
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরে পৌঁছেই আবেগঘন মুহূর্তে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন। এরপর দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর ত্যাগ করে তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় নির্ধারিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেন। দলীয় নেতাকর্মী ও শরিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে এই সংবর্ধনা কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আলোচনার আবহ।


