ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রচারণার সূচনায় ফিরছে ঐতিহ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি (Bangladesh Nationalist Party) সূত্রে জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এবারও নির্বাচনী অভিযান শুরু করবেন পুণ্যভূমি সিলেট থেকে। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জানুয়ারি তার সিলেট সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় ঐতিহ্য অনুযায়ী, অতীতের বেশ কয়েকটি জাতীয় নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করতেন বিএনপি নেতৃত্ব। এবারও সেই ধারা বজায় রাখছেন তারেক রহমান। দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, “সিলেটের মাটিতে আমাদের আবেগ, শক্তি ও ঐতিহ্য—সব মিলিয়ে এটি প্রতীকী ও বাস্তবিকভাবে গুরুত্বপূর্ণ এক সূচনা।”
এদিকে, আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছেন তিনি। রোববার সন্ধ্যায়, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনের দলীয় সমন্বয়কারীদের সঙ্গে উপস্থিত থেকে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। তিনি এ দুটি আসন থেকেই ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
দলীয় মহলে এটি এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে—দলের কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামছে এবং প্রচারের সূচনা পবিত্র সিলেট থেকে হওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে বাড়ছে উৎসাহ ও প্রত্যাশা।


