লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে তৈরি হয়েছে জটিলতা ও বিভ্রান্তি। যদিও তাঁর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে—তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) নেতা মাহবুব আলম।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, “সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ আবেগে পড়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু তাঁর এতে কোনো সম্মতি নেই। বিষয়টি নিয়ে তিনি বিব্রত।”
মাহবুব নিজেই একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জানিয়েছেন, “ইসলামী সমমনা জোটের অংশ হিসেবে এনসিপির প্রার্থী হয়ে আমিই নির্বাচন করব।”
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই আসন থেকে এখন পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন—বিএনপি (Bangladesh Nationalist Party) সদ্য যোগ দেওয়া সাবেক বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এমএ গোফরান এবং এনসিপির মাহবুব আলম।


