নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে আহমেদুর রহমান বলেন, “আমি এনসিপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সদস্য হিসেবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সিদ্ধান্তের পেছনে ছিল দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রে আস্থা এবং জনকল্যাণে কাজ করার আন্তরিক প্রতিশ্রুতি।”
তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও পারিপার্শ্বিক বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার ভাষায়, “এটি আমার একান্ত রাজনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে বিরূপ মনোভাবের সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থাকে। আমি ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজ অবস্থান থেকে কাজ করে যাব।”
আহমেদুর রহমান নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী। তিনি বলেন, “আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু দল থেকে নয়। আগামীতে আরও শক্তিশালীভাবে আমরা ফিরে আসব, ইনশাআল্লাহ।”
বিবৃতির শেষাংশে তিনি এলাকাবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা আমাকে অতীতে যেভাবে পাশে পেয়েছেন, ভবিষ্যতেও তেমনভাবেই পাবেন। এই সন্তান আপনাদের সাথেই আছে এবং থাকবে।”


