বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন (Khairul Alam Sumon)। তিনি জানান, মনোনয়ন জমাদান কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা তার লিখিত বক্তব্যে জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জমা পড়েছে ৫টি মনোনয়নপত্র, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১১টি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১০টি, বরিশাল-৪ (কোটালীপাড়া-গৌরনদীর অংশ) আসনে ৬টি, বরিশাল-৫ (সদর) আসনে ১০টি এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জমা পড়েছে ৬টি মনোনয়নপত্র।
তফসিল ঘোষণার পর প্রার্থীরা মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৪৮টি। জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, “সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে অনুরোধ করছি।”
রাজনৈতিক দলগুলোর প্রার্থী চিত্র
বরিশাল-৩ আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Barrister Asaduzzaman Fuad)–কে সমর্থন দিয়ে নিজে কোনো প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী। তবে বিএনপি ও ইসলামী আন্দোলন সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে।
বরিশাল-১ ও বরিশাল-৩ আসনে বিএনপির পক্ষ থেকে একজন করে বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-১ আসনের প্রার্থীরা হলেন:
– বিএনপির জহির উদ্দিন স্বপন
– জামায়াতের হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান
– ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার
– জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী
– বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান (বিদ্রোহী)
নাগরিক ঐক্যের স্বপন সরদার মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।
বরিশাল-২ আসনের প্রার্থীরা:
– বিএনপির সরদার সরফুদ্দিন সান্টু
– জামায়াতের মাষ্টার আব্দুল মান্নান
– ইসলামী আন্দোলনের মাওলানা নেছার উদ্দিন
– গণ অধিকার পরিষদের রনজিৎ বিশ্বাস
– এনপিপির মো. সাহেব আলী
বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন:
– বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন
– জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস
– এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
– ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম
– এনডিএফ’র ফখরুল ইসলাম শাহজাাদা মুন্সী
– অধিকার পরিষদের ফারদিন ইয়ামিন
– মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান (বিদ্রোহী)
বরিশাল-৪ আসনে প্রার্থী হয়েছেন:
– বিএনপির রাজীব আহসান
– জামায়াতের অধ্যাপক জব্বার
– ইসলামী আন্দোলনের মুফতি এসাহাক মুহাম্মদ আবুল খায়ের
– বাংলাদেশ জাসদের আব্দুস সালাম খোকন
বরিশাল-৫ আসনে লড়ছেন:
– বিএনপির মজিবর রহমান সরোয়ার
– জামায়াতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল
– ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
– বাসদের ডা. মনিষা চক্রবর্তী
– এনপিসির আব্দুল হান্নান সিকদার
– জাতীয় পার্টির আক্তার হোসেন শপ্রু
বরিশাল-৬ আসনের প্রার্থীরা:
– বিএনপির আবুল হোসেন খান
– জামায়াতের মুহম্মাদ মাহমুনন্নবী
– ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
– গণ অধিকার পরিষদের সালাউদ্দিন মিঞা
বরিশাল জেলার রাজনৈতিক ময়দান এখন সরগরম। মনোনয়নপর্ব শেষে এখন অপেক্ষা যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরুর।


