এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া (Khaleda Zia) বর্তমানে তার ‘সবচেয়ে সংকটময় সময়’ অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি (BNP) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার দিবাগত মধ্যরাত ২টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমি গত পরশুদিনও বলেছিলাম, উনি সবচেয়ে সংকটময় সময় পার করছেন এবং সময়ই বলবে তিনি কতটুকু এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন।” চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন; যেখানে তিনি ২৩ নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসক জাহিদ জানান, চিকিৎসা বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার অবস্থার তদারকি করছেন। বোর্ডে রয়েছেন—ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডা. এজেডএম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, প্রফেসর কেএম মহসিন ও প্রফেসর কেএম রেজা।
এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন—প্রফেসর ডা. পেট্রিক টেনেরি, ডা. জেনিফার ক্রস, ডা. রিচার্ড, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. রফিকউদ্দিন আহমেদ, জন হ্যামিল্টন, হামিদ রবসহ আরও কয়েকজন চিকিৎসক।
চিকিৎসা সংক্রান্ত এই গভীর সংকটের সময় খালেদা জিয়ার পাশে রয়েছেন তার পরিবার। ইতিমধ্যে তাকে দেখতে হাসপাতালে গেছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলাম, প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং কোকোর মেয়ে জাহিয়া রহমান।
তারেক রহমান গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন। সোমবার রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। একই দিন সকাল, বিকেল ও রাতে হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান।
পরে রাত ১০টা ২৩ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।
সোমবার সকালে মেডিকেল বোর্ডের একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।


