বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)–র নামাজে জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।
বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা। দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে সেখানে মানুষের ঢল নামে। তারেক রহমান এক বার্তায় জানান, ‘বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় দূর-দূরান্ত থেকে লাখো মানুষ অংশ নেন।’
তিনি আরও জানান, জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি (BGB), পুলিশ (Police), র্যাব (RAB), আনসার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীরা।
এ ছাড়াও বিএনপি (BNP)–র কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা বিপুলসংখ্যক জনতার সঙ্গে জানাজায় শরিক হন। তারেক রহমান বার্তায় বলেন, “আমি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এই বক্তব্য জানানো হয়।


