বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মানবিক কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এ উপলক্ষে তার পক্ষ থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার বিভিন্ন এলাকায় পঙ্গু ও রাস্তায় বসবাসরত অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
এ বিষয় নিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘মানবতার সেবাই রাজনীতির মূল উদ্দেশ্য। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই ক্ষুদ্র প্রয়াস।’ হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, হুইলচেয়ার তাদের চলাফেরা সহজ করবে এবং স্বাভাবিক জীবনে ফেরার পথে সহায়ক হবে।
এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


