জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে মুরসালীন বলেন, আজ আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। তবে এটিকে রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এনসিপি ছাড়লেও রাজপথের লড়াই থেকে সরে যাচ্ছি না। দেখা হবে রাজপথে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে খান মুহাম্মদ মুরসালীন বিস্তারিতভাবে তার রাজনৈতিক দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলটির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও সক্রিয়ভাবে কাজ করেছেন।
তিনি আরও জানান, সম্প্রতি দলের নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের অভিজ্ঞতার পর তিনি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব ধরনের পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে তার এই পদত্যাগ ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দল ছাড়লেও সক্রিয় রাজনীতিতে থাকার ঘোষণায় স্পষ্ট, সামনে রাজপথে তাকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।


