রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দফার যাচাই-বাছাইয়ে রংপুর-১ (সিটি করপোরেশনের একাংশ ও গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাগরিকত্বসংক্রান্ত জটিলতা ও তথ্যঘাটতির কারণে তাঁর মনোনয়ন অযোগ্য ঘোষণা করা হয়। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান (Enamul Ahsan)

রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনে মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ৮টি বৈধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র জাতীয় পার্টির মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁর মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘরে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো টিকচিহ্ন না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মঞ্জুম আলীর ভাই ও গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লা আল হাদী জানান, মঞ্জুম আলী লন্ডনপ্রবাসী হলেও বাংলাদেশের নাগরিক। মনোনয়নপত্র পূরণের সময় অসাবধানতাবশত দ্বৈত নাগরিকত্বের ঘরে কিছুই টিক করা হয়নি, যা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্য অনুযায়ী, রংপুর-১ আসনে বাকি যাঁরা বৈধ প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন— বিএনপির মোকাররম হোসেন, জামায়াতের রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা, বাসদ (মার্ক্সবাদী)-এর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।

বাছাইকালে বিএনপি ও জামায়াতসহ সব দলের প্রার্থী এবং তাঁদের প্রস্তাবক-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কার্যালয়ের আরও তথ্য অনুযায়ী, রংপুর জেলার ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ এ ৫ জন, রংপুর-৩ ও ৪-তে ১০ জন করে, এবং সর্বাধিক রংপুর-৫ ও ৬ আসনে ১১ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *